কক্সবাজার ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকীতে শোভাযাত্রা

0

শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার : কেক কাটা, বাদ্যের তালে তালে বার্নাঢ্য শোভাযাত্রা,শ্লোগান আর আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্টা বার্ষিকী।

কক্সবাজার জেলা ছাত্রলীগ কর্তৃৃক আয়োজিত পাবলিক লাইব্রেরী মাঠে গত ৮ জানুয়ারী বিকাল ৪টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, এতে বক্তব্যে কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সারওয়ার কমল এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাধারণ সম্পাদক মুর্শেদ হোসেন তানিম, আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের জেলা উপজেলার বিশিষ্টজনরা।

বক্তারা বলেন, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে ছাত্রলীগের রয়েছে অভূতপূর্ব ইতিহাস, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান ৭০ বছর পূর্বে গঠন করেছিলেন দক্ষিন এশিয়ার ঐতিহ্যবাহী বৃহৎ ছাত্র সংগঠন “ বাংলাদেশ ছাত্রলীগ” ৫২ সালের ভাষা আন্দোলন, যুুক্তফ্রন্ট নির্বাচন, শিক্ষা আন্দোলন, ছয়দফা আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জল ভূমিকা ছিল, ৬৯’র গনঅভ্যুথান, ৭১’ সালের মহান মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৌরাচার বিরোধী আন্দোলনে ছাত্রলীগের আদর্শিক সেই রুপ আজো বাঙ্গালীর মনে বেসে উঠে।

এ দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ সব সময় সামনের কাতারে ছিল। আলোচনা সভার আগে সন্ধ্যায় বিশাল কেক ছাত্রলীগ সহ নেতাত্রেীরদের খাওয়ানো হয়।

দুপুর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে গাড়ি বহরে করে শতশত ছাত্রলীগ নেতা কর্মীরা শহরের পিটিআই স্কুল মাঠে জড়ো হন। বিকাল সাড়ে ৪টার দিকে ওখান থেকে ছাত্রলীগের বর্ণাঢ্য শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণের পর পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.