ক্রসফায়ার আইনসম্মত নয় – আসাদুজ্জামান রিপন

0

সিটিনিউজবিডি , ঢাকা অফিস :   দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং সেই সংকট সামাল দিতে সরকার ক্রসফায়ারের পথ বেছে নিয়েছে- এমন দাবি করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, দু-চারজন আওয়ামী লীগ নেতা-কর্মীর পর বিরোধী দলের নেতা-কর্মীদেরও ক্রসফায়ারে দেওয়া হবে।ক্রসফায়ারে সংকটের সমাধান হবে না মন্তব্য করে এই পথ থেকে সরে এসে আইনের শাসন চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান রিপন।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র আরো বলেন, ক্রসফায়ার আইনসম্মত নয়, এটা সবার স্বীকার করতে হবে। নিন্দা করতে হবে। যখন বিএনপির নেতা-কর্মীদের ক্রসফায়ারে নেওয়া হয় তখন যদি বলতেন এটা মানা যায় না, আমরা সাধুবাদ জানাতাম। বিএনপির নেতা-কর্মীদের ক্রসফায়ার দেওয়া হলে তারা সন্ত্রাসী হয়ে যান, আর ছাত্রলীগ ক্রসফায়ার হলে এটা মানা যায় না। এক যাত্রায় দুই নীতি কী করে হয়- ক্ষমতাসীনদের প্রতি এমন প্রশ্ন তোলেন তিনি।

সম্প্রতি ছাত্রলীগের দুই নেতার ক্রসফায়ারে নিহত হওয়ার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘ওই ঘটনার পর ছাত্রলীগ বলছে, ক্রসফায়ার মানা যায় না; মন্ত্রী বলছে, অ্যাকশন শুরু। এর মাধ্যমে প্রকারান্তে মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, সরকার ক্রসফায়ার করছে। অথচ এত দিন ক্রসফায়ারের বিষয়টি সরকারের তরফ থেকে অস্বীকার করা হতো। কিন্তু এখন খোদ সরকারের মন্ত্রী বলেছেন, অ্যাকশন শুরু। অ্যাকশন মানে ক্রসফায়ার। ধানমন্ডি এলাকার এমপি ফজলে নূর তাপসও এর নিন্দা জানিয়ে বলেছেন, এটা মানা যায় না।’

বিএনপি কোনো ধরনের ক্রসফায়ার সমর্থন করে না জানিয়ে রিপন বলেন, ‘ক্রসফায়ার কোনো সমাধান নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে সেটাকে সামাল দেওয়ার জন্য আইনি পদক্ষেপের বিপরীতে সরকার ক্রসফায়ার দিয়ে সমস্যার সমাধান করতে চায়। আতঙ্ক তৈরি করতে চায়। আমরা আশঙ্কা করছি, দু-চারজন আওয়ামী লীগের লোক মেরে তারপর বিরোধী দলের লোকজনকেও মারা হবে।’

সকল প্রকার ক্রসফায়ারকে নিন্দা জানিয়ে সরকারকে এই পথ থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘সারা দেশে ধর্ষণ বেড়ে গেছে। বুধবারও রাজধানীতে তিনজন নারী ধর্ষিত হয়েছেন। একই সঙ্গে দুর্বৃত্তপরায়ণ, ইয়াবার সাম্রাজ্য বেড়ে গেছে। এ সরকারের এমপি বদের বদি সে দুর্বৃত্তপনা বাড়িয়ে দিয়েছেন। তার হাতে সবাই লাঞ্ছিত হচ্ছেন। এখন কি বদিদের ক্রসফায়ার দিয়ে সমাধান করতে হবে?’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ৫ জানুয়ারির নির্বাচনকে দায়ী করে বিএনপির এই মুখপাত্র বলেন, ৫ জানুয়ারি থেকে সংকটের শুরু। এই সংকটের সমাধান করতে পারলে ক্রসফায়ারের কোনো প্রয়োজন হবে না। শক্তিশালী বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতা হলে সমাজে ভারসাম্য থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.