সাংবাদিক নির্যাতনে আব্দুল বারীকে অপসারণ করেছে নির্বাচন কমিশন

0

ঢাকা অফিস :    সাংবাদিক পেটনোর দায়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) উপ-প্রকল্প পরিচালক (আইডিয়া) ও উপ-সচিব আব্দুল বারীকে অপসারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘গতকাল এনআইডি ভবনে সাংবাদিক নির্যাতনের যে ঘটনা ঘটেছে সেটার প্রাথমিক তদন্ত করে উপ-প্রকল্প পরিচালক আব্দুল বারিকে আমরা অপসারণ করেছি। এ ঘটনা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আরো যারা সংশ্লিষ্ট আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

 

গতকাল বুধবার সকালে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রকল্পের বিষয়ে সংবাদ সংগ্রহ করার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার জি এম মুস্তাফিজুল আলম ও ক্যামেরাম্যান রিপু আহমেদকে মারধর ও তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘সেবা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছনাকারী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ সংবাদিক লাঞ্ছনার ওই ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন শাহ নেওয়াজ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.