চীন সাগরে ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ

0

আন্তর্জাতিক ডেস্ক :: পূর্ব চীন সাগরে জ্বলতে থাকা ইরানি ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে ডুবে যাওয়ায় বিপুল পরিমাণ পোড়া তেল ও জ্বালানি ছড়িয়ে পড়ছে। নির্গত তেল এরই মধ্যে উপকূলের ১২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ২ বাংলাদেশিসহ নিখোঁজ ৩২ জনের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা।

আট দিন ধরে জ্বলতে থাকা ইরানি ট্যাংকার সানচি রোববার (১৪ জানুয়ারি) বিস্ফোরিত হয়ে এর ভেতরের পোড়া তেলসহ ডুবে যায়।

ডুবে যাওয়া ট্যাংকারটি ১ লাখ ৩৬ হাজার টন অশোধিত তেল বহন করছিল। হালকা ওজনের এ তেল সাগরতলে পিচ্ছিল ও বর্ণহীন এক আবরণ সৃষ্টি করে যা খুবই বিষাক্ত। অশোধিত এই বিষাক্ত পোড়া তেল সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্রের মারাত্মক ক্ষতিসাধন করতে পারে।

উল্লেখ্য, ট্যাংকারে থাকা ৩০ জন ইরানি এবং দুইজন বাংলাদেশি এ ঘটনার পর নিখোঁজ হন। পরে সমুদ্রে ভাসমান অবস্থায় নিখোঁজ দুই ইরানির লাশ পাওয়া যায়। ইরান থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাওয়ার পথে পূর্ব চীন সাগরে সাংহাই উপকূল থেকে ২৬৯ কিমি দূরে হংকংয়ের একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষের ফলে ট্যাংকার সানচিতে আগুন ধরে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.