রাজধানীর ১৭ হাটে পশু বেচাকেনা

0

সিটিনিউজবিডি :  আসন্ন ঈদুল আজহায় রাজধানীর ১৭টি হাটে গবাদিপশু বেচাকেনা হবে। এর মধ্যে স্থায়ী গাবতলী হাট ছাড়া বাকি ১৬টি হাট অস্থায়ী।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ১০টি পশুর হাট বসানোর প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। তবে উপযুক্ত দর না পাওয়ায় ডিএনসিসি ৪টি হাটের ও ডিএসসিসি একটি হাটের পুনঃদরপত্র আহ্বান করবে।

ঈদের তিনদিন আগে এসব হাটে আনুষ্ঠানিকভাবে গবাদিপশু বেচা-কেনা শুরু হবে।

ডিএসসিসির ১০টি কোরবানি পশুহাটের মধ্যে রয়েছে- ঝিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা মাঠ, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রীসংঘের মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন-সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন খালি জায়গা, লালবাগ মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ, বেড়িবাঁধসংলগ্ন খালি জায়গা ও বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন এলাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.