রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারী

0

সিটি নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক জানান, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে আমি জানতে পেরেছি, তারা ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে যাচ্ছে।সোমবার  রাতে তিনি সাংবাদিকদের একথা জানান।

আনিসুল হক বলেন, সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী এ নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। এখন তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনাসহ সব কিছুর এখতিয়ার নির্বাচন কমিশনের। সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। তিনি ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বগ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। সে হিসেবে ২৪ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে নির্বাচনের ক্ষণ গণনা। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই সদস্যদের (এমপি) ভোটে এ নির্বাচন হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় নির্বাচন কমিশন (ইসি) এ পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।
জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হবে।

আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। মো. আবদুল হামিদ প্রথম মেয়াদে দায়িত্ব পালন করছেন। আওয়ামীলীগ দলীয় সুত্রে জানা গেছে, এবার নতুন কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.