রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা

0

সিটিনিউজ ডেস্ক:: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকালে আঁগারগাওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

এর আগে বিকাল তিনটায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ ৫ ফেব্রুয়ারি। এছাড়া ৭ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়নপত্র দাখিল, পরীক্ষা, প্রত্যাহারসহ যাবতীয় কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তার দপ্তর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

১৮ ফেব্রুয়ারি দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের সকল সদস্য দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে, যার ক্ষণগণনা শুরু হয়েছে ২৪ জানুয়ারি থেকে।

সংসদের চলতি অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে এটা অনেকটা নিশ্চিত। কারণ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অধিবেশনটি চলার সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। ২১তম রাষ্ট্রপতি হলে দেশের ইতিহাসে আবদুল হামিদই হবেন দুইবারের রাষ্ট্রপতি।

১৯৯১ সালের পর সব রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারও সরকারি দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.