চসিকের স্পট ট্রেড লাইসেন্স বিতরণ

0

সিটি নিউজ:: চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব সার্কেল-০৫ কর্তৃক আয়োজিত স্পট ট্রেড লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার স্পট ট্রেড লাইসেন্স ও পৌরকর বাবদ ৬,৩৯,৮২০/- টাকা আদায় হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী)  স্যানমার ওশান সিটি ব্যবসায়িক কার্য্যালয়ে চ.সি.ক রাজস্ব সার্কেল-০৫ কর্তৃক স্পট ট্রেড লাইসেন্স প্রদান ও পৌরকর আদায় কার্য্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময় সম্মানিত ব্যবসায়িকগণের নিকট ট্রেড লাইসেন্স বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ভবিষতেও এরকম স্পট ট্রেড লাইসেন্স কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব সার্কেল-০৫ এর কর কর্মকর্তা মোঃ জানে আলম জানু, উপ-কর কর্মকর্তা মহিউদ্দিন আহমদ সরওয়ার চৌঃ, উপ-কর কর্মকর্তা (লাইসেন্স) মোঃ আইয়ুব আলী, ব্যবসায়িক সমিতির কর্মকর্তা এবং সকল ট্রেড লাইসেন্স এর অনুমতিপত্র পরিদর্শকগণ।

এতে প্রধান অতিথির উপস্থিতিতে ৯৬টি ট্রেড লাইসেন্স নতুন/নবায়ন বাবদ ৩ লাখ ৯০ হাজার ৪৯৫  টাকা এবং পৌরকর বাবদ ২ লাখ ৪৯ হাজার ৩২৫ টাকাসহ সর্বমোট ৬, লাখ ৩৯ হাজার ৮২০ টাকা আদায় করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.