সীতাকুণ্ডে পুলিশ ও আনসার সদস্য গ্রেফতার

0

সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: সীতাকুণ্ডে পুলিশের গুলিতে যুবক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদাসহ এক পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত যুবক সাইফুল ইসলামের ভাই দিদারুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানা মামলা করলে মামলার তদন্তকারী অফিসার পরিদর্শক(অপারেশ) আবদুল হালিম তাদের আটক করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার রাতে এসআই নাজমুল হুদা সাদা পোশাকে আনসার সদস্য ইসমাইল হোসেন ও কনস্টেবল আবুল কাশেমসহ সোর্স নিয়ে ভাটিয়ারী তেলিপাড়া এলাকায় আসামী ধরতে যায়। সেখানে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তাদের কাটাকাটি হলে এস আই নাজমুল হুদা নিহত সাইফুলের জামার কলার ধরে গুলি করে। মুমুর্ষবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান বলেন, ঘটনার পর সাইফুল ইসলামের লাশ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেলে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বুধবার রাতে ঘটনার পর অভিযুক্ত এসআইকে তাৎক্ষণিক চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিলো। মামলার দায়েরের পর তাকে পুলিশ লাইন থেকে আটক করে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক নাজমুল হুদাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.