‘চিংড়ি স্যান্ডউইচ’ রেসিপি

0

ফরিদা ইয়াসমিন, সিটি নিউজ :: স্যান্ডউইচ খেতে বড়-ছোট সবাই খুব ভালবাসেন। তাই সকল স্যান্ডউইচ প্রেমীদের জন্য আজকের ভিন্ন স্বাদের রেসিপি ‘চিংড়ি স্যান্ডউইচ’।

যা যা লাগবে –

চিংড়ি মাছ ১ কাপ,

ডিম ১টি (সিদ্ধ),

পাউরুটি ১০ পিস,

কুচি কাপ,

গাজর আধা কাপ,

টমেটো কুচি আধা কাপ,

পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,

কাঁচামরিচ মিহি কুচি ১ চা চামচ,

মাখন ২ টেবিল চামচ,

লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি –

প্রথমে কড়াইয়ে মাখন গরম করে পেঁয়াজ হালকা ভেজে চিংড়ি, কাঁচামরিচ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন।

এবার সিদ্ধ করা চিংড়ির সঙ্গে মেয়োনেজ মেখে নিন।

পাউরুটি চারপাশ কেটে একটি পাউরুটির ওপর মিশ্রণ দিয়ে তার ওপর ডিম, শসা, টমেটের কুচি দিয়ে দিন।

এবার এর ওপর অন্য একটি পাউরুটি দিয়ে তিন কোনা করে কেটে নিন।

সবগুলো এভাবে বানিয়ে পরিবেশন করুন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.