চসিক প্রকৌশলীদের ২২ তম সমন্বয় সভা

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর প্রকৌশলীদের ২২ তম সমন্বয় সভা ২৯ জানুয়ারি দুপুরে প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা নীতি নির্ধারনী বক্তব্য উপস্থাপন করেন।

মেয়র বলেন, প্রকৌশল বিভাগের কার্যক্রমের সফলতার উপর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নির্ভর করে। সেবা বেশির ভাগ প্রকৌশল বিভাগের অধীনে পরিচালিত হয়।

তিনি বলেন, একে অপরের মধ্যে সমন্বয় সাধন এবং নির্ধারিত সময়ে কর্ম সম্পাদন করে কর্পোরেশনের ভাবমুর্তিকে উজ্জ্বল করতে হবে।

সভার আলোচ্য সূচীর মধ্যে ছিল এডিপি, জাইকা, বিএমডিএফ ও থোক বরাদ্দের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা।

সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহফজুল হক, আবু ছালেহ সহ নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে রিপোর্ট পেশ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.