‘শেয়ার কিনলেই টাকা হারাবে এমন ধারণা ভুল’

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার হেলাল উদ্দিন বলেন, না বুঝে টাকা থাকলে শেয়ার বাজারে ব্যবসা করা যায় না। শেয়ার ব্যবসায় অনেক কিছু শেখার রয়েছে। শেয়ার কিনলেই টাকা হারাবে এমন ধারণা ভুল। পুঁজিবাজার উন্নত করতে হলে আমাদের পুরোনো ধারণা থেকে বেড়িয়ে আসতে হবে।

বিএসইসি কমিশনার আজ চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক আয়োজিত সিএসই ষষ্ঠ ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট ফেয়ার -২০১৮ এর তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের ভাবতে হবে ক্যাপিটাল মার্কেটকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়। অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখছে সরকার। বাকী অংশ দাতা সংস্থার। অবকাঠামোগত ভাবে উন্নত হলেই দেশ উন্নত হবে। আমাদের এসডিজি অর্জনে ২০৩০ সালের মধ্যে ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হলে এসডিজি অনেকাংশে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.