গুগলের নতুন সার্চ ইঞ্জিন

0

সিটিনিউজবিডি :  এবার গুগল হাউস নামে মোবাইলের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন এনেছে গুগল। এতে ম্যাপ ও ছবি খোঁজা যাবে সহজেই। আবার  চাইলে অনুবাদও করা যাবে। সাধারণ সার্চ ইঞ্জিনের চেয়ে কয়েকগুন দ্রুত সার্চ করা যাবে বলে দাবি করছে কোম্পানিটি।

অনুবাদের জন্য যে কোনো ভাষায় লেখা সাইন বোর্ডের দিকে ক্যামেরা তাক করলেই সেই লেখা নিজের পছন্দ মত ভাষায় পড়া যাবে। গুগলের তরফ থেকে জানানো হয়, প্রতিদিন বিশ্বজুড়ে ১.৮ বিলিয়ন ফটো আপলোড হয়। এর ব্যাকআপ থাকছে গুগল ফটো অ্যাপে। সেখান থেকেই তথ্য নিয়ে তাৎক্ষণিক এই অনুবাদের কাজ করবে গুগল হাউজ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.