সর্বোচ্চ পারিশ্রমিক পান জেনিফার লরেন্স

0

সিটিনিউজবিডি :  গত বছরে ৫কোটি ২০লাখ ডলার  আদায়ের পর বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় উঠে এসেছেন হাঙ্গার গেম তারকা জেনিফার লরেন্স। তাঁর এই পারিশ্রমিক অভিনেত্রীদের তালিকায় শীর্ষে। পুরুষ তারকাদের তালিকায় শীর্ষস্থানীয় সেরা পারিশ্রমিক পাওয়া অভিনেতা রবার্ট ডাউনি’র ধারের কাছেও দাঁড়াতে পারেননি তিনি। রবার্ট ডাউনি’র সর্বোচ্চ পারিশ্রমিক ৮ কোটি ডলার।

গত বছর সনি পিকচার্সের হ্যাক হওয়া ইমেইল প্রকাশিত হলে, আলোচনায় উঠে আসে ২৫বছর বয়সী মার্কিন অভিনেত্রী লরেন্স। ইমেইলে দেখা যায়, ‘আমেরিকান হাসল’ চলচিত্রের জন্য সহঅভিনেতা ব্র্যাডলি কুপার ও ক্রিস্টিয়ান বেলের তুলনায় খুব কম পারিশ্রমিক পেয়েছেন।

লরেন্স সনি পিকচার্সের নতুন ছবি ‘প্যাসেঞ্জার’ এর জন্য ২কোটি ডলার পারিশ্রমিক হেঁকেছেন। তিনি ২০১৩ সালে সিলভার লাইনিং প্লেবুকের জন্য অস্কার লাভ করেন।

ফোর্বস প্রকাশিত এই বছরের সর্বোচ্চ ২কোটি ডলার পারিশ্রমিক নেওয়া তালিকায় মাত্র চারজন অভিনেত্রীর নাম আসে। কিন্তু অভিনেতাদের ক্ষেত্রে এই সংখ্যা ২১ ছাড়িয়েছে। চলচ্চিত্র,  টেলিভিশন, উপস্থাপনা এবং অন্যান্য উৎস থেকে আয়ের এই হিসাব কষা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.