পরিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৫

0

বাঁশখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫নং ওয়ার্ড এলাকায় পরিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।

 আহতদেরকে প্রথমে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার  সকালে  স্থানীয় মোহাম্মদ হোসাইন নিজের পৈত্রিক  জমিতে ঘাস কাটতে গেলে একই এলাকার এস্তফিজুর রহমানের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় মোহাম্মদ হোসাইনকে বাঁচাতে তার অন্যান্য ভাইয়েরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। এঘটনায় গুরত্বর আহত হয় স্থানীয় মৃত কবির আহমদের তিন পুত্র মোঃ হোসাইন (৫৫), আহমদ হোসেন (৪৫), আবু বক্কর (৪২)।

তাদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত ডাক্তার।

হামলায় অপরাপর আহত তাদের চাচাত ভাই মৃত ছৈয়দ আহদের পুত্র মোঃ আব্দুল খালেক (৫০) ও নুরুল আলমের পুত্র  মোঃ শহিদুল্লাহ (৩২) কে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনেয়ার বলেন, আহমদ হোসাইন, মোঃ হোসাইনের শরীরে প্রচন্ড দায়ের কোপ রয়েছে, যার ফলে অতিরিক্ত রক্ত প্রবাহিত হওয়ায় এবং আবু বক্করের বাম হাত ভেঙ্গে যাওয়ায় তাদের কে চমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে মামলা কিংবা অভিযোগ দায়ের করেনি বলে থানা সূত্রে জানা যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.