বাঁশখালী বৌদ্ধ সমিতির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি,বাশঁখালী :   বাঁশখালী বৌদ্ধ সমিতির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান বাঁশখালীর শীলকূপ জ্ঞানোদয় বিহারে অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি শুক্রবার। এতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির উপদেষ্টা ভদন্ত ধর্মপাল মহাস্থবির। সভাপতিত্ব করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শিক্ষাবিদ ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন রিসসো কোসাই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার রেভা. মিউসুকী আরিতুমি। বিশেষ অতিথি ছিলেন রিসসো কোসাই-কাই বাংলাদেশের সহকারী ব্রাঞ্চ মিনিস্টার কাঞ্চন বড়ুয়া।

বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সদ্ধর্ম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাস্থবির, রিসসো কোসাই-কাই বাংলাদেশের চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার সৌমেন বড়ুয়া, রিসসো কোসাই-কাই বাংলাদেশের ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার শাসন বড়ুয়া, বৌদ্ধ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশীষ বরণ বড়ুয়া, শিক্ষক সুব্রত বড়ুয়া, শিক্ষক যতীন্দ্র বড়ুয়া, শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, শীলকূপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভূপাল বড়ুয়া সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, প্রকাশ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও শীলকূপের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নাছির উদ্দিনের সৌজন্যে স্কুল ব্যাগ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপান ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন রিসসো কোসাই-কাই বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার রেভা. মিউসুকী আরিতুমি বলেন, শিক্ষার্থীরা শিশুকাল থেকে তাদের সৎ শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই শিশুকালের যে শিক্ষা সেটা যথাযথভাবে সৎ শিক্ষায় শিক্ষিত হওয়া আবশ্যকীয়। তিনি পিতা-মাতার সেবা সহ গুরুজনদের প্রতি সম্মানবোধ সৃষ্টি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.