ইয়াবা কে না বলুন: সেতুমন্ত্রী

0

শহিদুল ইসলাম,কক্সবাজার :: বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইয়াবা সকলের শুত্রু। ইয়াবা কে না বলুন।  ইয়াবার বিরুদ্ধে সর্বদলীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। উখিয়া -টেকনাফের যুব সমাজ কে রক্ষা করতে হবে। অামরা মানব, অামরা দানব হব না। এখানে বড়ধরনের অঘটন  ঘটেনি।

মন্ত্রী অারো বলেন,শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ককসবাজার -টেকনাফ অারকান সড়কের ১৪টি ব্রীজ অাওয়ামী লীগ সরকারের অামলে নির্মিত হয়েছে। শেখ হাসিনা অাপনাদের ভালবাসেন। তাই উখিয়া -টেকনাফে  অনেক উন্নয়ন হবে।

রোহিঙ্গাদের কারনে উখিয়া -টেকনাফে প্রাকৃতিক বিপযর্য় ঘটেছে। এখানকার মানুষ সহজ সরল। জনসংখ্যা সাড়ে ৪লাখ বা ৫লাখ হতে পারে। মিয়ানমার থেকে পালিয়ে এসেছে ডাবল।

সোমবার দুপুর দেড়টার দিকে কোটবাজারের উখিয়া উপজেলা অাওয়ামী লীগের পথ সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

বক্তব্য রাখেন উখিয়া টেকনাফ অাসনের সংসদ সদস্য অাবদুর রহমান বদি সিঅাইপি।

অন্যান্যদের  উপস্হিত ছিলেন, ককসবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক অাহমদ, কেন্দ্রীয় অাওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার  বিপ্লব বড়ুয়া জেলা অাওয়ামীলীগ সভাপতি এড:সিরাজুল মোস্তফা, জেলা অাওয়ামী লীগের  সহ সভাপতি রেজাউল করিম,সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,অাশেক উল্লাহ রফিক, জেলা অাওয়ামী লীগ নেতা অাবুল মনছুর চেীধুরী, জেলা পরিষদ সদস্য অাশরাফ জাহান কাজল, উপজেলা অাওয়ামী লীগ নেতা ও হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম,সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, অামিনুল হক অামিন,নুরুল হুদা।

পথ সভা পরিচালনা করেন উপজেলা অাওয়ামী লীগ নেতা মাহাবুব অালম মাবু।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.