প্রশ্নপত্র ফাঁস হওয়া স্বাভাবিকঃ শিক্ষা সচিব

0

সিটি নিউজ ডেস্কঃঃ  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেছেন, বর্তমান পরীক্ষা পদ্ধতিতে প্রশ্নপত্রফাঁস হওয়া স্বাভাবিক। প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিক্ষা সচিব বলেন, কাউকে দোষ দিচ্ছি না, এমনকি বলতেও পারছি না প্রশ্ন কিভাবে ফাঁস হচ্ছে। পরের পরীক্ষায় যে প্রশ্নফাঁস হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছি না।

সোহরাব বলেন, আমরা আদালতের নির্দেশনা প্রতিপালন করবো। তাছাড়া, প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নফাঁসের হোতাদের ধরতে এর মূলে পৌঁছানোর জন্য গোয়েন্দা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে সকালে চলমান এসএসসি পরীক্ষা বাতিল ও পুনরায় কেন নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত। তিনজন আইনজীবি আজ চলমান এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.