চট্টগ্রামে আবারও কিশোর গ্যাং!

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রাম নগরীতে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণে জড়িতরা সবাই কিশোর বয়সী। পুলিশ কর্মকর্তাকে গুলি করে আহতের ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান জানিয়েছেন, রাকিব ও প্রত্যয় নামে দুই এসএসসি পরীক্ষার্থী কিশোরকে আটক করা হয়েছে। তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি। এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঘটনার পর আব্দুল হাকিম অভি (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশ।

তিনজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওয়ারিশ বলেন, ১০ জনের কিশোর-তরুণদের একটি গ্রুপ খুনের মতো বড় ধরনের অপরাধ সংঘটনের জন্য যাচ্ছিল। এই কারণে তারা মোটর সাইকেলের নম্বরপ্লেট ঢেকে দেয়। চেকপোস্টে পুলিশ থামার সংকেত দিলে পুলিশের মুখোমুখি হলে যুবলীগ কর্মী খোকন গুলি ছুঁড়ে। পরে তারা গুলি করে মোটর সাইকেল ফেলেই পালিয়ে যায়।

গত শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মো.আব্দুল হাকিম অভি (১৯) নামে একজনকে আটক করেন। এরপর রাতে নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে জোবায়ের হোসেন প্রত্যয় (১৭) এবং মাঈনুদ্দিন ফরিদ প্রকাশ রাকিব (১৭) নামে আরও দুজনকে আটক করে পুলিশ।

জানা গেছে, জোবায়ের হোসেন  প্রত্যয় এবার নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী। পুলিশ কর্মকর্তা আরও বলেন, চট্টগ্রামে কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.