সদরঘাটে ইদ্রিস হত্যায় জড়িত জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়িতে গুলিতে নিহত মো. ইদ্রিস হত্যার আসামী মো. জাহাঙ্গীর প্রকাশ জাহাঙ্গীর মাঝি(২৮)কে আকবর শাহ থানাধীন পশ্চিম ফিরোজশাহ কলোনীর রাস্তার মুখে হোটেল নীল আবাসিক থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৭এপ্রিল ২০১৬ ইং তারিখ রাত ১০টার সময় সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি, সাহেব পাড়া, ইমরান সড়কস্থ বাদশা মিয়া বিল্ডিং এর নিচে নিউ খাজা আজমেরী ফার্নিচারের দোকানের সামনে রাস্তার উপর মো. ইদ্রিসকে গুলি করে হত্যা করে। পরদিন তার পিতা আব্দুল জব্বার বাদী হয়ে সদরঘাট থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-০৬, তারিখ-০৮/০৪/১৬ ইং।

গতকাল শনিবার রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর ফিরোজশাহ কলোনী এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে গ্রেফতার করে। জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি ইউনিয়নের আজগর আলী ভান্ডারীর ছেলে।

আদালতে জাহাঙ্গীর ইদ্রিস হত্যাকান্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তাদের মধ্যে ব্যবসায়িক কারনে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটতো। সে আমাকে বহুবার মারধরও করেছে।

পুলিশ জানায় জাহাঙ্গীরের দেওয়া তথ্যমতে ইদ্রিস হত্যায় জড়িত আসামী মোঃ হাসান(২০), পিতা- মোঃ সেলিম@ শিশন, মাতা- ঝর্ণা বেগম, সাং- নবীয়াবাদ, সুরুজ মিয়া বাড়ি, বাংগুরা, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে-ধন সওদাগর লেইন, রাজীব এর ভাড়াঘর, নছু মালুম মসজিদ, থানা- সদরঘাট, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.