সাদার্নের কম্পিউটার সায়েন্স বিভাগে নবীনবরণ

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে স্প্রিং সেমিস্টার-২০১৮তে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়।

কম্পিউটার সায়েন্স বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, নিয়মিত অধ্যায়ন ও কঠোর পরিশ্রম জীবনে সফলতা নিয়ে আসবে। ইউনিভার্সিটির নিয়ম কানুন মেনেই নিজেকেই আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের কাজ হলো পড়াশুনার মাধ্যমে ভবিষ্যৎ লক্ষ্যে এগিয়ে যাওয়া।  বর্তমান প্রতিযোগিতা বিশ্বে কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রিধারীদের বেশ কদর। শিক্ষার্থীদের উচিৎ জ্ঞান অর্জনের সাথে সাথে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা।

প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ বলেন, বাংলাদেশের মানুষ অনেক বেশি মেধাবী ও পরিশ্রমী যা বিভিন্ন কর্মকা-ে অর্জিত সফলতার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে, মেধাকে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত স্বপ্ন পূরণে চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই সফলতা আসবেই। সাদার্ন শিক্ষার্থীরা ইতোমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বের নামকরা  ইউনিভার্সিটিগুলোতে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ করে নিয়েছে । প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি বড় কথা নয় অর্জিত জ্ঞানই তোমার পরিচয়।

প্রফেসর ড. শরীফুজ্জামান বলেন, সাদার্ন ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের ব্যাপারে আন্তরিক। পড়ালেখার প্রতি মনযোগী হতে হবে, অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট না করে ভবিষ্যৎ চিন্তা করতে হবে।  সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগের সুযোগ্য শিক্ষকদের সান্নিধ্যে সুশিক্ষা অর্জন করে তোমরা দেশ ও জাতিকে আলোকিত করবে এটাই প্রত্যাশা করছি।

ছবির ক্যাপশান: ১.প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। ২. অতিথিদের সাথে নবীন শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.