সাঙ্গাকারাকে হাইকমিশনার হওয়ার প্রস্তাব

0

সিটিনিউজবিডি :   দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে শ্রীলঙ্কাকে অনেক কিছু দিয়েছেন কুমার সাঙ্গাকারা। লঙ্কানদের অনেক শিরোপা জয়ের নায়ক তিনি। কোটি ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে সোমবার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সি তারকা।

কিংবদন্তিসম এই তারকা নিজের কৃতিত্বের জন্য যুক্তরাজ্যের শ্রীলঙ্কার হাইকমিশনার হওয়ার প্রস্তাব পেয়েছেন।

সাঙ্গাকারার শেষ ম্যাচে তাকে বিদায় জানাতে কলম্বোর পি’সারা ওভালে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কা রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। সাঙ্গার বিদায় উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই প্রস্তাব দেন সিরিসেনা। এ নিজের বক্তব্যে লঙ্কান রাষ্ট্রপতি বলেন, ‘সাঙ্গাকারা আমাদের দেশের জনপ্রিয় এক মুখ। বিদায় বেলায় তাকে যুক্তরাজ্যের শ্রীলঙ্কান হাইকমিশনার হওয়ার প্রস্তাব দিচ্ছি।’

সাঙ্গাকারার বিদায় অনুষ্ঠানে লঙ্কান রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির ৯৬ এর বিশ্বকাপ জয়ী  অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্করও ছিলেন। সাঙ্গাকারার প্রতি শুভকামনা জানিয়ে গাভাস্কর বলেন, ‘দীর্ঘদিন ধরে তোমার খেলা দেখতে পারাটা আমাদের জন্য আনন্দের ছিল। তোমার প্রতি শুভকামনা রইল। সাবেক খেলোয়াড়দের ক্লাবে প্রবেশ করার জন্য তোমাকে স্বাগত।’

নিজের বিদায়ী ভাষনে সফরকারী ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করে সাঙ্গাকার বলেন, ‘আমি টিম ইন্ডিয়া এবং বিরাট কোহলিকে ধন্যবাদ জানাচ্ছি। এই টেস্টে দারুণ পারফরম্যান্সের জন্যও তাদের ধন্যবাদ দিতে চাই। আমরা হেরেছি সেটা কোনো ব্যাপার নয় এখানে দারুণ একটি ম্যাচ হয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.