লেন্স ডেকে আনতে পারে অন্ধত্ব

0

সিটিনিউজবিডি :  চোখের লেন্স এখন একটি ফ্যাশন অনুষঙ্গতে পরিণত হয়েছে। বিশেষ করে অনেক মেয়ের পোশাকের সঙ্গে মিলিয়ে লেন্স পরার অভ্যাস আছে। লেন্স ব্যবহারের সঠিক নিয়ম মেনে না চললে তা আপনার বিপদ ডেকে আনতে পারে। সম্প্রতি এক অনলাইন জরিপে বিশেষজ্ঞরা দেখেছেন, প্রায় ৫০ শতাংশ কন্টাক্ট লেন্স ব্যবহারকারী কন্টাক্ট লেন্স নিয়েই ঘুমান। শতকরা প্রায় ৮২ জন ব্যবহারকারী যতটুকু সময় লেন্স পরে থাকা উচিৎ তার চেয়ে বেশি সময় পরে থাকেন।

গবেষকরা আরও জানান, কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের গুরুতর সমস্যায় আক্রান্ত হন। সঠিক নিয়মে কন্টাক্ট লেন্স ব্যবহার না করলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি চোখ অন্ধও হয়ে যেতে পারে। ‘দীর্ঘ সময় লেন্স পরে থাকলে লেন্সে ময়লা জমতে পারে এবং জীবাণুর সংক্রমণ হতে পারে। এই লেন্স পরলে চোখের কর্নিয়ার ক্ষতি হয়’।

চোখে জীবাণুর সংক্রমণের ফলে অনেক সময় চোখ ব্যথা করে এবং চোখ লাল হয়ে যায়। চোখে পানি ঝরতে থাকে। জীবানু সংক্রমণও ঘটতে পারে। তাই-

– চোখ সুস্থ রাখতে নির্দিষ্ট সময়ের বেশি সময় লেন্স পরে থাকা উচিৎ নয়।

– ঘুমানোর সময় লেন্স খুলে রাখতে হবে।

– ব্যবহারের পর লেন্স পরিষ্কার করে রাখতে হবে।

– তিন মাস পর পর লেন্স পরিবর্তন করা ভালো।

– চোখে লেন্স পরানোর আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.