সীতাকুন্ড সমিতি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিলেন 

0
সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজঃঃ  নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষিত হলে পুরো জাতী শিক্ষিত হবে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এখন নারীদের ব্যাপক অংশ গ্রহণ রয়েছে। এক সময় নারী ছিল অবহেলার শিকার। যুগের সাথে তাল মিলিয়ে পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গত শুক্রবার ২৩ ফেব্রুয়ারী বিকালে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তরা উপরোক্ত কথা বলেন।
সীতাকুণ্ড সমিতির আয়োজনে বেগম কে হায়া নারী শিক্ষা সহায়তা ফাউন্ডেশন ও ডা. মজিদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ২৫ জন স্কুল কলেজ শিক্ষার্থীকে ১,২০,৫০০/- টাকার নগদ বৃত্তি প্রদান অনুষ্ঠান  জেলা পরিষদের পাবলিক সীতাকুণ্ড লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
লায়ন মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও লায়ন কাজী আলী আকবর জাসেদের সঞ্চালনায় অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার জাতীয় পতাকার নকশা তৈরিকারী অন্যতম রুপকার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ সালাউদ্দিন, ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড মোঃ ফসিউল আলম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ,
ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ মুসলিম সহ সাংবাদিক, শিক্ষক ও সমিতির সেক্রেটারি প্রফেসর একেএম তফজল হক অধ্যক্ষ মোঃ নুরুন্নবী,সীতাকুণ্ড ব্যবসায়ী কমিটির সেক্রেটারি মোঃ বেলাল হোসেন,সাপ্তাহিক চাঁটগাঁর বাণীর সম্পাদক মোঃ ইউছুপ, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, কবি আব্দুস শুক্কুর চৌধুরী প্রমুখ।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.