“ভাষা আন্দোলন শিখিয়েছে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়”

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয়। বাঙালি বীরের জাতি। বুকের রক্ত দিয়ে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ন্যার্য দাবী আদায় করতে হয় তা আমরা জানি। বাঙালি মহান স্বাধীনতা আন্দোলনেও তার প্রমান দিয়েছে।

৫২ ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়বাদ চেতনা ভিত্তিক প্রথম আন্দোলন। এই দিবস এখন সারা বিশ্বে স্বীকৃত। এখন আমাদের সময় হয়েছে জাতীয়সংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার।  বর্তমান প্রগতিশীল সরকার ক্ষমতায় থাকলে আমাদের সে আশাও পূর্ণ হবে।

২৫নং রামপুর ওয়ার্ডে এসো ছবি আঁকি স্কুলের উদ্দ্যেগে একুশের আলোচনা সভা, শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

হালিশহর ঈদগাঁ বড় পুকুরপাড় সংগঠনের ক্যাম্পাস প্রাঙ্গনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী মোঃ আলহাজ্ব এস এম এরশাদ উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক এস এম সাঈদ সুমন, চিটাগাং লিবার্টি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুর রহমান সেলিম, আশরাফুল গনি, সাইফুর রহমান পলাশ, দেলোয়ার হোসেন দেলু, শাহনারা বেগম।

প্রধান বক্তার বক্তব্যে কাউন্সিলর এরশাদ উল্লাহ বলেন, আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে হবে। অন্যথায় এদেশে জঙ্গিবাদ, মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। যা সংস্কৃতি বিকাশে অন্তরায়।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অলিউর রহমান সোহেল, ইয়াসিন ভূইয়া, মোবারক হোসেন, দিদারুল আলম, পুলক, মোঃ মাহবুব, মোঃ রাসেল, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ নুরউদ্দিন, জাবেদুল আলম, সাইফুল ইসলাম, সরোয়ার আলম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ হামিদুর রহমান। সকাল থেকে ক বিভাগ ছাত্র ছাত্রীদের ইচ্ছে মতো, খ বিভাগ গ্রাম বাংলা, গ বিভাগ ভাষা আন্দোলন বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ক বিভাগে আফিয়া তাহসিন প্রথম স্থান, সাদিয়া আলমগীর পুস্প দ্বিতীয় স্থান, শারাফাত ইসলাম সাব্বির তৃতীয় স্থান, খ বিভাগে আরাফাত উল্লাহ উর্মি প্রথম স্থান, আফিয়া আনজুন দ্বিতীয় স্থান, ইসরাত জাহান তৃতীয় স্থান, গ বিভাগে নুসরাত ফেরদৌস মিলি প্রথম স্থান, অংকিতা নাথ দ্বিতীয় স্থান, এবং নুরে মাহজাবিন সুরাহ তৃতীয় স্থান অধিকার করেন। বিকেলের আলোচনা সভা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.