সরকার রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হরণ করছেঃ আবু সুফিয়ান

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়া্ন বলেছেন, সরকার রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ  করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি কালো পতাকা মিছিলে পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপির তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

আজ ২৪ ফেব্রুয়ারী শনিবার বিকালে কাজীর দেউরীস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আবু সুফিয়ান আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বর্বর হামলা, লাঠিচার্জ ও গরম পানি নিক্ষেপ এবং গ্রেফতারের মাধ্যমে সরকারী দল প্রমাণ করেছে তারা বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনেও ভয় পায়।

নয়াপল্টনে বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীদের লাঠিচার্জ, জলকামানের রঙ্গিন পানি নিক্ষেপে আক্রান্ত বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ প্রায় ৫০ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে। তিনি বলেন, সরকারের এত বর্বরতা, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ, গুম-খুন-হত্যা, মামলা-হামলা, লুট, নৈরাজ্য অতীতের সকল স্বৈরাচারী শাসকদের হার মানিয়েছে।

সরকার বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিএনপিসহ বিরোধী দলের সভা সমাবেশের কর্মসূচি দিলেই সরকার ভীত হয়ে উঠে। তাই পতনের আগে সরকার বিরোধী দলের উপর মরণ কামড় দিচ্ছে। শেষ চেষ্টা করছে নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে।

এদেশের জনগণ খালেদা জিয়াকে মুক্ত করেই আগামী নির্বাচনে যাবে ইনশাআল্লাহ। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ বিভিন্ন থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, ডবলমুরিং থানা সভাপতি সাবেক কাউন্সিলর মো. সেকান্দর মিয়া,

নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপন, সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রনজিত বড়ুয়া, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার, চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মঞ্জু, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমদ,

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলু, আলী হায়দার, এস এম আজাদ, কামরুল ইসলাম, মো. হাসান, বিএনপি নেতা আবু মোহসিন চৌধুরী, নুর উদ্দিন সোহেল, আবদুল হালিম, মো. জসিম উদ্দিন, নগর ছাত্রদল নেতা মোস্তাকিম মাহমুদ, গুলজার হোসেন, ছৈয়দ সাফওয়ান আলী, যুবদল নেতা মো. ছাইদুল, জালাল উদ্দিন প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.