বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবি

0

ঢাকা অফিস :    ঢাকার দুই সিটি করপোরেশনের উদ্যোগে বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে আগামীকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমবায়মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবে আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন।

এছাড়া পরদিন বৃহস্পতিবার খামারবাড়ী থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন  আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল লিখিত বক্তব্যে বলেন, পর্যাপ্ত সময় না দিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ একতরফাভাবে বিলবোর্ড উচ্ছেদ করছে। এতে লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ঘাম ও শ্রমে গড়ে ওঠা এ শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীরাও বেকার হয়ে পড়বেন।

তিনি দাবি করেন, ঢাকা শহরে কোনো অবৈধ বিলবোর্ড নেই। প্রতিটি বিলবোর্ড সরকারের অনুমতি নিয়ে করা হয়েছে। এ শিল্প রক্ষায় নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তিনি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.