সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে মিয়ানমারের সৈন্য সমাবেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্ক :: সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে মিয়ানমারের সৈন্য সমাবেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের সীমান্তবর্তী তমব্রু এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষের দাবি করেছে ‘রোহিঙ্গাদের কেউ কেউ ফিরে গিয়ে সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে- এই আশঙ্কা থেকেই সৈন্য সমাবেশ করেছে তারা’।

সীমান্ত এলাকায় সৈন্য জড়ো করার বিষয়ে গতকাল ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে নেইপিদো এমন বক্তব্য দিয়ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, বিজিবির সাথে পতাকা বৈঠকে রাজি হয়েছে মিয়ানমার বাহিনী। দুপুর তিনটায় ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.