ত্রুটির কারনে বিমানের অবতরণ

0

সিটিনিউজবিডি :   জাপানে যান্ত্রিক ত্রুটির কারনে একটি যাত্রীবাহী বিমান বুধবার সকালে ওসাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

জাপানের অল নিপ্পন এয়ারওয়েস কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার যান্ত্রিক ত্রুটির কারনেই বোয়িং ৭৭৭ বিমানটি ওসাকায় জরুরি অবতরণ করে। এ সময় বিমানটিতে ২শ ৫৭ জন আরোহী ছিল। তবে এ ঘটনায় এদের কেউ হতাহত হয়নি। যাত্রী এবং ১১ ক্রু’র সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

বিমানটি স্থানীয় সময় সকাল ৭টা ১৮ মিনিটে ওসাকা বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ে। ফলে বিমানটির জরুরি অবতরণের প্রয়োজন দেখা দেয়।

আনা বিমানের মুখপাত্র হানায়ে সাতোমুরার জানিয়েছেন, ‘বিমানটি স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ওসাকা বিমানবন্দরে অবতরণ করে।’ তিনি আরো জানান, বিমানের সকল যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন।

সাতোমুরা আরো বলেছেন, অবতরণের পর চালক বিমানের বাম পাশের ইঞ্জিনের পাওয়ার আউটপুটের সমস্যা এবং এর ইঞ্জিনের বায়ু নির্গমন পথের অস্বাভাবিক তাপমাত্রা খতিয়ে দেখেন। ওই ঘটনায় বিমান কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছিল বলেও জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.