আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ সরকারের পদস্থ ব্যক্তিরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১টার সময় তাঁরা উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় উপস্থিত হয়ে এলাকা পরিদর্শন ও শিল্প অঞ্চল সম্পর্কে খোঁজ নেন।ওই সময় প্রতিমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে চায়না হারবার কোম্পানীর কর্মকর্তাদের সাথে কথা বলেন। চায়না হারবারের প্রতিনিধিরা অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব (এসডিজি) আবুল কালাম আজাদ,সিনিয়র সচিব মেছবাহ উল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ -বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, বিদ্যুত বিভাগের সচিব আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, বেজা প্রকল্প পরিচালক মো. হারুনুর রশিদ, বেজা নির্বাহী বোর্ডের অতিরিক্ত সচিব মোহাম্মদ আইয়ুব, চট্টগ্রামের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দৌলতুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মাসুকুর রহমান, আশ্রায়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবুল কালাম শামসুদ্দিন, বেজা নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব নাসরিন আলম সাথী, বেজা প্রকল্পের বিশেষজ্ঞ মো. আবদুল কাদের খান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান।

বেজা সূত্র জানায়, আনোয়ারায় ৭৭৫ একর জায়গায় গড়ে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা।তার মধ্যে ১ নম্বর খাস জায়গা হচ্ছে ২৯২ দশমিক ৯৭৫ একর। বাকী ৩২৩ দশমিক ৫৪০ একর বন্দোবস্তকৃত ও ১৫৮ একর ব্যক্তি মালিকানাধীন। এ প্রকল্পে চীন সরকারের শতভাগ বিনিয়োগ থাকবে।আর এতে বাংলাদেশ সরকারের ৩০ শতাংশ আর চীন বিনিয়োগকারীদের ৭০ শতাংশ অংশীদারিত্ব থাকবে।এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩৭১টি শিল্প-কারখানায় অর্ধ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.