ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

0

 চন্দনাইশ প্রতিনিধি  :   চন্দনাইশ সাতবাড়ীয়ায় “শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন” এর উদ্যোগে ৯ আগস্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও দরিদ্র প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ উপলক্ষ্যে এক সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রতিক বন্যা মোকাবেলায় সরকার অত্যন্ত গতিশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন। বন্যার্ত মানুষের পাশে সরকার এবং আওয়ামী লীগ একাকার হয়ে আছে।

সরকার বন্যা দুর্গত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও কৃষি সামগ্রী বিতরণ করবে যাতে দেশের প্রান্তিক চাষীগণ তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে, মৎস্য চাষীদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সঠিক তালিকা নিরূপণ করে সরকার তাদেরকে সহযোগিতা করবে।
দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান চন্দনাইশ আওয়ামীলীগের সর্বস্তরের নেতা কর্মীদের স্ব স্ব এলাকায় বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান। “শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন” এর মতো সকল সামাজিক সংগঠনকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক অধ্যাপক আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ছৈয়দুল মোস্তফা রাজু, শিল্পপতি আলহাজ জসীম উদ্দিন চৌধুরী মন্টু, চন্দনাইশ আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, মাহবুবুর রহমান শিবলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিদা শরমীন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশে ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এডঃ আহসাব উদ্দিন, আবুল বশর ভূইয়া, আহসান ফারুক, ইউপি চেয়ারম্যান আহমুদুর রহমান প্রমুখ।
এই সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী এলাকার অনগ্রসর দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ ও শিক্ষা প্রসারে ফাউন্ডেশনের প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.