গরমে ঠাণ্ডা ঠাণ্ডা দুধ-বেলের শরবত

0

জেসমিন আক্তার :: গরমে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এমন শরবতের রেসিপি !

 

 দুধ-বেলের শরবতের রেসিপি

উপকরণ :

পাকা বেল ১টি,

ঘন দুধ ১ কাপ,

ঠান্ডা পানি ৩ কাপ,

গুঁড়া দুধ আধা কাপ,

ক্রিম সিকি কাপ,

কনডেনসড মিল্ক আধা কাপ,

চিনি সিকি কাপ বা স্বাদ অনুযায়ী,

হলুদ খাবার রং ১ চিমটি ও বরফকুচি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি :

বেল ভেঙে আঠা ও বিচি ফেলে চামচ দিয়ে কুরিয়ে ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন।

ঘণ্টা দুয়েক পর তারের চালুনি দিয়ে চেলে নিন। চালার পর ২ কাপের মতো হবে।

এবার এর সঙ্গে আরও ২ কাপ পানি, ঘন দুধ, গুঁড়ো দুধ, ক্রিম, চিনি কনডেনসড মিল্ক ও বরফকুচি দিয়ে ব্লেন্ডারে মসৃণ করে ব্লেন্ড করে নিন।

কিছুক্ষণ ফ্রিজে রাখুন ।

এরপর পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা দুধ-বেলের শরবত

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.