জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন ২৫ সেপ্টেম্বর

0

সিটিনিউজবিডি : চলমান দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে শুরু হচ্ছে।

সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ২৭ জুলাই শেষ হয় সংসদের ১১তম অধিবেশন। ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

অধিবেশনের আগে কার্যউপেদষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

সাংবিধানিক বাধ্যবাধ্যকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, সংবিধানের বাধ্যবাধকতা মানতেই এই অধিবেশন। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.