পাট দিবসে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

0
সীতাকুণ্ড প্রতিনিধি::সরকার ঘোষিত দেশে প্রথমবারের মতো পাট দিবস উপলক্ষে বিজেএমসি’র নিয়ন্ত্রাধীন হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে পাটের বিভিন্ন দিক বিষয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগী অনুষ্ঠিত হয়। এরপর র্যালী স্কুল থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে। রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় নবম ও দশম শ্রেনির ৩৬ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। শিক্ষক স.ম এয়াকুব আলীর সঞ্চালনায় প্রতিযোগীতায় অংশ নেওয়া সেরা রচনা ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, হাফিজ জুট মিলস লিঃ এর উপ মহাব্যবস্হাপক ও স্কুলের সভাপতি মোঃ শাহজাহান,ব্যবস্হাপক(প্রশাসন) আলাউদ্দিন পাটওয়ারী, সহকারী ব্যাবস্হাপক(শ্রম ও কল্যাণ) সফিউল আলম এবং স্কুলের প্রধান শিক্ষক নুরজাহান আক্তার দীপ্তি। বক্তারা বলেন,পাট আমাদের সোনালি আঁশ,পাটের বহুবিধ ব্যবহার রয়েছে। পাট সম্পর্কে স্কুলের ছাত্র-ছাত্রীদেরও জ্ঞান অর্জন করতে হবে।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.