প্রবল বর্ষণ ও উজানে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দী

0

সিটিনিউজবিডিঃ একটানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে বন্যার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার তিন লক্ষাধিক মানুষ। এসব এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া শঙ্খ ও ডলু নদীর পানি দুই কূল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র আকার ধারণ করেছে শঙ্খ ও ডলু নদীর ভাঙন। বন্যা কবলিত এলাকার রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে যাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার কেওঁচিয়া, জনার কেওঁচিয়া, তেমুহনী, বাজালিয়া, মাহালিয়া, বড়দোয়ারা, কাটাখালির কূল, পশ্চিম বাজালিয়া, হিন্দু পাড়া, পুরানগড়, ধর্মপুর, কালিয়াইশ, কাঠগড়, নলুয়া, খাগরিয়া, পশ্চিম আমিলাইষ, পূর্ব আমিলাইষ, হিলমিলি, কাঞ্চনা, দক্ষিণ চরতি, মধ্যম চরতি, উত্তর ব্রাহ্মণডেঙ্গা, উত্তর তুলাতলি, দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা, দ্বীপ চরতি, কাঞ্চনা, সোনাকানিয়া, এওঁচিয়া, পশ্চিম ঢেমশা, ঢেমশা, মরিচ্যা পাড়া, উত্তর ঢেমশা, বিল্লাপাড়া, ছগীর মোহাম্মদ পাড়া, বড়ুয়াপাড়া, হিন্দুপাড়া, উত্তর ছদাহা, লোহাগাড়ার চুনতি, বড়হাতিয়া, কলাউজান, পদুয়া ও চন্দনাইশের ধোপাছড়ি, দোহাজারী, বৈলতলী, বরমা, হাশিমপুর ও বরকল এলাকার প্রায় তিন লক্ষাধিক মানুষ পানি বন্দি রয়েছে। বসত ঘরে পানি ঢুকে পড়ায় এসব এলাকার অনেক মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে।

বন্যা কবলিত এলাকার বেশির ভাগ ঘাট রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে মৎস্য খামারের কয়েক কোটি টাকার মাছ। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় অনেক স্কুল ও মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সাতকানিয়ার আমিলাইষ ইউ পি চেয়ারম্যান সারোয়ার উদ্দিন চৌধুরী জানান, তার এলাকার প্রায় ১৫ হাজারের অধিক মানুষ পানিবন্দী রয়েছে। এছাড়া গত দুই দিনে পশ্চিম আমিলাইষ, পূর্ব আমিলাইষ ও হিলমিলি এলাকার প্রায় শতাধিক বসতঘর শঙ্খ ও ডলু নদীতে হারিয়ে গেছে। বসতবাড়ি হারানো মানুষ গুলো অত্যন্ত মানবেতর দিন যাপন করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.