ফাতেমা জিন্নাহ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সভা

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ : চন্দনাইশ উপজেলা ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী সামনে রেখে বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ক আলোচনা সভা প্রধান শিক্ষক মো. ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার।

শিক্ষক শ্যামল কান্তি ভট্টাচার্যের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, শিক্ষক যথাক্রমে দীপক কান্তি দস্তিদার, মাওলানা মোজাহেরুল ইসলাম, পাপিয়া চৌধুরী, বিলাস বড়ুয়া, তাহমিনা আক্তার, সালমা হোসেন শাহীন, টিটু রানী দে, নাঈমা তাহের, নাছরিন আক্তার, আসমা তাহের প্রমুখ।

সভায় বক্তাগণ শিক্ষার্থীদের সঠিক ইতিহাস চর্চা এবং বঙ্গবন্ধুর কর্মজীবন অনুসরণে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.