বিনম্র শ্রদ্ধায় সিইউজের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

0

চট্টগ্রাম অফিস  :  জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামের সাংবাদিকর ইউনিয়ন।

শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম  চট্টগ্রামের সাংবাদিকর ইউনিয়নপক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্থাপিত প্রতিকৃতিতে ফুল দেয়ার সময় বিনম্র চিত্তে বঙ্গবন্ধুর কালজয়ী কীর্তি স্মরণ করেন সাংবাদিকরা।

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তারা এই আহবান জানান। এর আগে শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এসময় ঘাতকদের বুলেটে নৃশংস ভাবে নিহত বেগম ফজিলাতুনেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, মোস্তাক আহমেদ, এম নাসিরুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সাধারণন সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, নুরুল আমিন, হেলাল উদ্দিন চৌধুরী, বিএফইউজের দিদারুল আলম, মোহাম্মদ ফারুক, প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, রাশেদ মাহমুদ, মাঈনুদ্দিন দুলাল, সবুর শুভ প্রমুখ।
সভায় অভিযোগ করায়, দেশী বিদেশী ষড়যন্ত্রকারী চক্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধবংশ করে দিয়ে পাকিস্তানী ভাব ধারায় দেশ পরিচালিত করতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নৃশংস ভাবে হত্যা করেছিল। কিন্তু বাংলাদেশে জনগন তাদের সেই স্বপ্ন বাস্তবায় হতে দেয়নি। বাংলাদেশের জনগণ সেই চক্রান্তকারীদের প্রত্যাখান করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে এসেছে। দেশের চলমান উন্নয়নের ধারা এগিয়ে নেয়ার পাশাপাশি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর চেতনাকে নতুন প্রজম্মের কাছে ছড়িয়ে দিয়ে নেতৃবৃন্দ সবার প্রতি আহবান জানান

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.