বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী উপলক্ষে চসিকের ২ দিনব্যাপী কর্মসূচী

0

সিটিনিউজবিডি  :  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে সকাল ৯.৩০ টা থেকে ১০.৩০ টায় নগরীর গুরুত্বপূর্ণ সকল সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানব প্রাচীর কর্মসূচী পালন, দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল, এতিম সমাবেশ,আলোচনা সভা, তবারুক বিতরণ, ভোরে চসিক পরিচালিত প্রধান কার্যালয়,আঞ্চলিক কার্যালয় সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় ও সিটি কর্পোরেশনের পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাচধারন, সকাল ৮.৩০ টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্য দান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ফোরকানিয়া মাদ্রাসা সমূহে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত।

১৬ আগষ্ট চিত্রাংকন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা সহ মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অন্তর্ভূক্ত রয়েছে। ৮ আগষ্ট ২০১৬ খ্রি. সোমবার সকালে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নগরীর ৪১ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সিটি মেয়রের এক মতবিনিময় সভায় এসকল কর্মসূচী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। সভায় প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র-২ মিসেস জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, মো. জহুরুল আলম জসিম, মো. ইয়াছিন চৌধুরী আশু, হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. মোরশেদ আকতার, মো. এ কে এম জাফরু ইসলাম, কফিল উদ্দিন খান, ছালেহ আহমদ চৌধুরী, এস এম এরশাদ উল্লাহ, মো. আজম, মাজহারুল ইসলাম চৌধুরী, সাহেদ ইকবাল বাবু, এইচ এম সোহেল, মো. হাবিবুল হক, এম আশরাফুল আলম, মো. আবদুল কাদের, মো. সলিম উল্লাহ, মো. শফিউল আলম, সাইফুদ্দিন খালেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস লুৎফুন্নেছা দোভাষ বেবী, আঞ্জুমান আরা বেগম, মিসেস জেসমিন পারভীন জেসি, মিসেস আবিদা আজাদ, ফেরদৌসী আক্তার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সমাজকল্যাণ কর্মকর্তা আশেক রসুল চৌধুরী টিপু, শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান।

সভার সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন জাতীয় শোক দিবসের সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.