চন্দনাইশে আমন চাষাবাদে বিপর্যয় শত শত একর জমিতে

0

চন্দনাইশ প্রতিনিধি :  কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এ বাক্যটি এখন বিলুপ্তির পথে। চন্দনাইশের বেশকিছু এলাকার বিলগুলিতে আমন ধানের চাষাবাদ হচ্ছে না। ফলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না আমন উৎপাদনে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আড়ালিয়া বিল, মগবিল, উত্তর বিল, সুচিয়া বিল, চাকমার বিল, আমাইল্যা বিল, বরমা বিল, বরকল বিল, সাতবাড়ীয়া বিলসহ বিভিন্ন এলাকার শত শত একর জমি খিলা অবস্থায় পড়ে রয়েছে। চলতি মৌসুমে যথাসময়ে বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা আমন চাষে আগ্রহী হয়নি। তাছাড়া আউশ ধান রোপনে একটু বিলম্ব হওয়ায় আমন চাষে অনীহা কৃষকদের। কৃষকেরা জানালেন, সারের দাম, জমি চাষাবাদ, শ্রমিকদের মজুরীসহ বিভিন্ন খরচ পুষিয়ে উৎপাদিত ধানের খরচ মিলাতে না পেরে কৃষকেরা চাষাবাদ থেকে সরে দাড়িয়েছে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার বলেছেন, চলতি মৌসুমে যথাসময়ে বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা আমন ধান চাষাবাদে তেমন আগ্রহ দেখাচ্ছে না। তাছাড়া ধানের দাম একটু কম থাকায় কৃষকদের চাষাবাদে অনাগ্রহের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চলতি মৌসুমে আমন ধান ৩ হাজার হেক্টর জমি লক্ষ্যমাত্রা থাকলেও তা ২২শ হেক্টরের বেশি চাষাবাদ হচ্ছে না। তাই এ এলাকার চাষাবাদে কৃষকেরা অনাগ্রহতা প্রকাশ করছেন। তবে প্রকৃতপক্ষে ২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টিপাত আরো বেশি হয়। সব মিলিয়ে চন্দনাইশের ধানি জমিগুলি এখন খিলা জমিতে পরিনত হয়ে ঘাসে ভরপুর হয়ে রয়েছে।

পূর্ব জোয়ারার কৃষক জমির উদ্দিন হিরু জানালেন, তার আবাদী জমিতে চাষাবাদ করতে গিয়ে পাওয়ার টিলার পর্যন্ত পাওয়া যায়নি। তাছাড়া চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় বীজতলা গুলোতে সময়মত বীপ বপন করতে পারেনি কৃষকেরা। ফলে এবারে আমন মৌসুমে অনেকেই চাষাবাদ থেকে সরে দাড়িয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.