বন্দরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0

চট্টগ্রাম অফিস  :   বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলমসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।

বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে।

অভিযোগ উঠেছে, বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম ও সুপারিন্টেন্ডেন্ট লাইট এন্ড মুরিং(এসএলএম) ইফতেখার উদ্দিন নিয়ম কানুনের তোয়াক্কা না করে বন্দরের টাকা অপচয় করছেন। নির্দিষ্ট চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বন্দরের ডিসি বিভাগের সব কাজ করিয়ে নিচ্ছেন। এই চার প্রতিষ্ঠানের মধ্যে ক্যাপ্টেন নাজমুল আলমের ভাইয়ের একটি প্রতিষ্ঠান রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.