বিএনপি সারাদেশে জেলা-উপজেলায় আজ কালোব্যাজ ধারণ

0

সিটিনিউজবিডি :   বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে আজ। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে সারাদেশে জেলা-উপজেলায় কালোব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল করে দিবসটি করবে দলটি। তবে ঢাকায় কোনো কর্মসূচি নেই। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপির কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে দলটি সিদ্ধান্ত নিয়েছে- তারা কোনোরকম সংঘাতে যাবে না। ‘শান্তিপূর্ণভাবে’ কর্মসূচি পালনের জন্য কেন্দ্র থেকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের কাছে বার্তা পাঠিয়েছে বিএনপি। কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার জন্য বলা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত বছরও শান্তিপূর্ণভাবে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে বিএনপি। এ বছরও পালন করবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আশা করি- সরকার আমাদের কর্মসূচিতে বাধা দিবে না। দলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতির সংলাপ শেষের আগে আমরা হার্ডলাইনে যাবো না। নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ কার্যকর ও অর্থবহ হবে- এমনটাই আমরা প্রত্যাশা করছি। রাষ্ট্রপতির সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরির ওপর নির্ভর করছে বিএনপির পরবর্তী কর্মসূচি।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.