বিশ্বব্যাংকের নমনীয় সুদের ঋণ বহালের প্রস্তাব অর্থমন্ত্রীর

0

অর্থবাণিজ্য ডেস্ক: স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে যে নমনীয় সুদের হারে ঋণ নেয় তা ২০১৮ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বুধবার সন্ধ্যায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কেটি পিটারের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাংকের মানদণ্ডে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় ব্যাংকটি সুদের হার বাড়ানোর আভাস দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমি তাকে (কেটি পিটার) বর্তমানে যে সুদের হারে ঋণ দেওয়া হয় তা না বাড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত বহাল রাখা যায় কিনা সেটি বিবেচনা করতে বলেছি।’

এ সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশ্ব ব্যাংকের বিনিয়োগ আছে। এ বিনিয়োগটা তারা আরও বাড়াতে চায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.