রাঙামাটি প্রতিবন্ধি স্কুলে শিক্ষা বৃত্তি ও বিদায় সংবর্ধনা

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি প্রতিবন্ধি স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ ও জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি প্রতিবন্ধি স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য একেএম মকসুদ আহম্মেদ, সদস্য জসিম উদ্দিন বাবুল, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মুজিবুল হক বুলবুল, স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রধান শিক্ষক তাপসী চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্কুল হচ্ছে প্রতিবন্ধিদের জন্য ভালোবাসার এক স্কুল। এই স্কুলের পূর্ণবাসন কেন্দ্রকে আরো উন্নত করার জন্য এবং আবাসিক ব্যবস্থা করার লক্ষে সকলকে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, রাঙামাটির জেলা প্রশাসক এই জেলার যে সময়টুকু ছিলো প্রতিটি মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছে। আমরা আশা করবো তিনি রাঙামাটির মত যেখানে বদলি হয়েছেন সেখানেও দক্ষতার সাথে কাজ করবে এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করবে।
আলোচনা সভার পরে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান করা হয় এবং বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.