রিও কার্নিভালে চ্যাম্পিয়ন পোর্তেলা সাম্বা স্কুল

0
আন্তর্জাতিক ডেস্ক::ব্রাজিলের বিখ্যাত রিও কার্নিভালের পরিবেশনায় পরিবেশ সচেতনতা ফুটিয়ে তুলে চ্যাম্পিয়নের মুকুট পরেছে দেশটির পোর্তেলা সাম্বা স্কুল।  স্কুলটি তাদের প্রদর্শনীতে বাঁধ পতনে পরিবেশের উপর এর ক্ষতিকর দিকটি তুলে ধরে।
প্যারেডের সময় দলটি সেদেশে ২০১৫ সালে ঘটে যাওয়া একটি নদী দুর্ঘটনার দৃশ্যপট রুপায়ণ করে, মারিয়ানা শহরের কাছের একটি জলাধারে লোহার আকরিকের বর্জ্য ফেলা হতো, পরবর্তীতে যার বাঁধ ভেঙ্গে গিয়ে মারাত্মক ক্ষতি হয় এর পারিপার্শ্বিক পরিবেশের।
পোর্তেলা দেশটির সবচেয়ে সফল সাম্বা স্কুল হওয়া সত্ত্বেও গত ৩৩ বছরের মধ্যে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি।  তবে পরিবেশকে কেন্দ্র করে অবশেষে তাদের ভুবনবিখ্যাত প্যারেডের মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপের অবসান হলো।
সাম্বার তাল, পোশাক ও কার্নিভালের জন্য রচিত গানের মানসহ প্রায় সবগুলো মাধ্যমেই তাদের সর্বোচ্চ নম্বর দিয়েছেন বিচারক প্যানেল।
রিও এর সাম্বা ড্রোমে এই পুরস্কার ঘোষণার পর থেকেই দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে মেতে ওঠে।  বিবিসি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.