সৌদি শ্রমমন্ত্রীর সাথে সংসদীয় সদস্যদের বৈঠক

0

মোরশেদ রানা : গত রবিবার ৬ নভেম্বর শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুফরেজ আল হাকবানির সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবে সফরত বাংলাদেশের সংসদ সদস্য বজলুল হকের নেতৃত্বাধীন সংসদীয় মৈত্রী গ্রুপ।

বৈঠকে সংসদ সদস্য বজলুল হক হারুন সৌদি শ্রম মন্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

জানা যায়, বৈঠকে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পুরুষ ও নারী গৃহর্কমী নিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা আলোচনা করা হয়।
বাংলাদশ থেকে অধিক সংখ্যক র্কমী নিয়োগের ক্ষেত্রে ভ্রাতৃপ্রতীম দু’দেশের দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়াতে গত জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদিআরব সফর এবং সংসদীয় প্রতিনিধি দলের এ সফর গুরুত্বর্পূণ অবদান রাখবে বলে মনে করেন উভয়ে।

এর আগে সংসদ সদস্য বজলুল হক হারুনের নেতৃত্বে সংসদীয় মৈত্রী গ্রুপের ছয় সদস্যের প্রতিনিধি দল রবিবার সকালে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৫ ফ্লাইটে রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ও দূতাবাসের কর্মকর্তারা স্বাগত জানান।
এবং রাত্রে রাষ্ট্রদূত গোলাম মসীহ”র বাসায় সফরত অতিথিদের নৈশভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.