হানিফ সংকেতের ‘ভুলে ভেসে কূলে আসা’

0

বিনোদন : এটিএন বাংলার জন্য হানিফ সংকেত নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘ভুলে ভেসে কূলে আসা’। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। নাটকটির ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে।

নাটকটিতে আলী সাহেবের চরিত্রে এটিএম শামসুজ্জামান এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, মীর সাব্বির, জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, সারিকা, আফজাল শরীফ ও নজরুল ইসলাম।

নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সঙ্গীতায়োজন করেছেন ফরিদ আহমেদ। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। কারণ সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধুমাত্র এটিএন বাংলায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.