হোয়াইটওয়াশ মিশন পূরণে কাল মাঠে নামবে টাইগাররা

0

খেলাধুলা,সিটিনিউজ :: আগামীকাল (৪ সেপ্টেম্বর) হোয়াইটওয়াশ মিশনকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামবে টাইগাররা।

আর অস্ট্রেলিয়ার লক্ষ্য হার এড়িয়ে টেস্ট র‍্যাংকিংয়ে নিজেদের সবচেয়ে বড় অবনমন ঠ্যাকানো।

সম্পূর্ণ নতুন শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। জিততে চান সিরিজ। আর স্টিভেন স্মিথ অন্তত জয় চান সিরিজ ড্র করতে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল দশটায় শুরু হবে ম্যাচটি।

প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ঢাকা টেস্ট ২০ রানে জিতেছিলো স্বাগতিকরা।

চট্টগ্রামে সকাল থেকেই ছিলো বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ে প্রস্তুতি শুরু করতে পারেনি বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট নিয়ে তাই শঙ্কা বাড়ছে। বৃষ্টি হলে লাভ বাংলাদেশেরই। তাতে সিরিজ নিজেদের হবে।

কিন্তু টাইগার অধিনায়ক বলছেন, ‘আমরা খেলেই সিরিজ জিততে চাই।’ ‘খেলেই আমরা যেন জয়টা নিতে পারি। এর চেয়ে বড় আর কিছু হয় না।’ – ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন মুশফিক।

মিরপুর টেস্ট ঘিরেও ছিল বৃষ্টির শঙ্কা। তবে সেটি অতটা বাধা হয়ে দাঁড়ায়নি।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই লেখা হয়ে যায় টাইগারদের ২০ রানের জয়।

চট্টগ্রামেও তেমন কিছু লিখতেই খেলাটা হোক, চাইছেন মুশফিক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.