ছাত্র সেনার নব নির্বাচিত সভাপতি শাহাদত,সা:সম্পাদক ইমরান

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহযোগি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনার নতুন কমিটিতে জি. এম শাহাদত হোসাইন (মানিক)-কে সভাপতি, ইমরান হুসেইন তুষারকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ফরিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও কাযী হাবিবুর রহমানকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

রোববার (২৭ জানুয়ারি)ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে কেন্দ্রীয় সহগামী সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের প্রধান অতিথি ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান নতুন কমিটি ঘোষণা করেন। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন। সৈয়দ মুহাম্মদ খোবাইব এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য পীরে তরীকত আল্লামা মছিহুদ্দৌলা, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, আল্লামা হারুনুর রশিদ রেজবী, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, শাহাবুদ্দীন চৌধুরী, মুফতি আহমদ হোসাইন আলকাদেরী প্রমুখ।

প্রধান অতিথি আল্লামা এম এ মান্নান বলেন, ছাত্ররা দেশের ভবিষ্যত। তাই দেশ গড়তে অতীদের ন্যায় সবসময় ছাত্রদের প্রস্তুত থাকতে হবে। আদর্শহীন হিংসাত্মক রাজনীতি শুধু ছাত্রদের নয়, দেশকেও বিপদগ্রস্ত করে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রচলিত ছাত্ররাজনীতির বিপরীতে অহিংস রাজনীতির চর্চা করে। দেশপ্রেমিক শান্তিপ্রিয় ছাত্রদের ঠিকানা ছাত্রসেনা। তাই সংগঠনের ৩৯ বছরের ইতিহাস ও ঐতিহ্য বজায় রেখে ছাত্রবান্ধব কর্মসূচির মাধ্যমে ছাত্রসেনাকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।

নতুন কমিটির সভাপতি জি. এম শাহাদত হোসাইন (মানিক) আগের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ছিলেন বর্তমানে এলএল.বি অনার্স, এলএল.এম (মাস্টার্স), বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। ২০০০ সালে ছাত্রসেনার ওয়ার্ড কমিটির দায়িত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে আসা। পরবর্তীতে পর্যায়ক্রমে বরকল ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক,বরকল ইউনিয়নের যুগ্ম-আহবায়ক,বরকল ছালামতিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, চন্দনাইশ উপজেলার সদস্য, চরপাথরঘাটা ইউনিয়নের সভাপতি, কর্ণফুলী উপজেলার অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক, সভাপতি, চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক,সহ-সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি,ছাত্রসেনার জাতীয় পরিষদের সদস্য, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, পরবর্তীতে বেশ কয়েক বছর ছাত্রসেনার কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত। দীর্ঘ সময়ে অরাজনৈতিক বেশ কয়েক টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনেরও দায়িত্ব পালন করছেন। নিজ বাড়ী চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের গাজী বাড়ী। পিতা মরহুম ইয়াকুব নবী কন্ট্রাক্টর। পরিবারে বাবার একমাত্র পুত্র সন্তান।

সাধারণ সম্পাদক ইমরানের বাড়ি ঢাকায়। তিনি ঢাকা সিটি কলেজের ছাত্র। সাংগঠনিক সম্পাদক ফরিদ আইন কলেজে এলএলবি সমাপনী বর্ষের ছাত্র। বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

নতুন কমিটির সভাপতি জি. এম শাহাদত হোসাইন (মানিক)জানান,৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সুন্নিয়ত প্রতিষ্ঠা, জঙ্গিবাদ নির্মূল ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ছাত্রসেনার লড়াই অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.