ট্রাম্পের কড়া সমালোচনায় ওবামা

আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহতের ঘটনায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদ-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বলেন, মি. ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন, তা চরমপন্থিদের অপপ্রচারকে আরো উসকে দেবে এবং আমেরিকাকে আরো কম নিরাপদ করে তুলবে।

মি. ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট ওবামা বলেন, আইএস এবং আল কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম আমেরিকা কিংবা ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন আমরা যদি সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি তাহলে আসলে আমরা তাদের ফাঁদে পা দেব এবং তাদের কাজই করে দেব। ওবামা আরো বলেন, আমরা এই আমেরিকা চাইনা, যেখানে কোন গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন হবে না। এটা আমাদেরকে নিরাপদ করবে না। এর ফলে আমরা পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে যে অপপ্রচার রয়েছে, আইএস তাতে আরো উসকানি পাবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.