জাফর ইকবালের উপর হামলা, দেশে অস্থিতিশীল পরিস্থিতির ইংগিতঃ নগর যুবলীগ

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ  চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে জরুরী বর্ধিত সভা দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের নগর শাখার আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু‘র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (৪মার্চ )অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মার্চ মাসব্যাপী বিশদ কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম -আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ উপলক্ষে আলোচনা সভা বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে,

১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। ২৫ মার্চ বিকাল ৩টায় গণহত্যা দিবস উপলক্ষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা এবং ২৬ মার্চ সকালে শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সিদ্ধন্ত গৃহীত হয় ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর দুষ্কৃতিকারীদের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও দোষী ব্যক্তিদের দ্রুত আইনের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন ১৯৭১ সনে ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সাম্প্রদায়িক শক্তির হাতে জিম্মি হতে পারে না। ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলা করে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চায়। লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে যুব সমাজকে সজাগ থাকতে হবে।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, একরাম হোসেন, আঞ্জুমান আরা আনজু, মাহাবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাঈদ জন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, এস এম সাঈদ সুমন, নুরুল আনেয়ার, শহীদুল ইসলাম শামীম, ছাবের আহমদ,

আবদুল আউয়াল, সোহেল রানা, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, শেখ নাছির আহম্মদ, ওয়াসিম উদ্দিন, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিকী, দেলোয়ার হোসেন দেলু, হাজী মো: ইব্রাহিম, আলমগীর আলম, আজিজ উদ্দিন, আমানত উল্লাহ ডিউক, এস এম ফারুক, সাজ্জাদ আলী বাহাদুর, কাজল প্রিয় বড়ুয়া, সাকিল হারুন,

হোসেন সরওয়ার্দী সরওয়ার, আসিফ মাহমুদ, ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে দেলোয়ার হোসেন বাবুল, তারেক ইমতিয়াজ ইমতু, এম এ মালেক, ইসলাম খান, আবসার উদ্দিন, হাজী আবদুল মান্নান, মান্না বিশ্বাস, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল বশর, আবদুল ওয়াজেদ রাজীব, সানাউল্লাহ, অধ্যাপক নাজিম উদ্দিন, হাবীব শরীফ, শাহীন সরওয়ার, আহমেদ আবদুর রহিম, সালাউদ্দিন, শওকত, জামাল উদ্দিন রাজু  প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.